১। প্রাথমিক/মাধ্যমিক তাঁতী সমিতি গঠন করা এবং নিবন্ধনের জন্য সুপারিশপূর্বক বাংলাদেশ তাঁত বোর্ড প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়।
২। তাঁত জরীপ করে তার সঠিক পরিসংখ্যান সংরক্ষণ করা।
৩। অচালু তাঁত চালু করার জন্য প্রাথমিক তাঁতী সমিতির সদস্যদের মধ্যে গুপ গঠন পূর্বক তাঁতীদের জন্য ক্ষদ্র ঋন কর্মসূচীর আওতায় ক্ষদ্র তাঁতঋন বিতরণ করা।
৪। তাঁত কারখানার তাঁত জরীপ করা এবং উহার স্বীকৃত প্রদানের জন্য সুপারিশ সহকারে বাংলাদেশ তাঁতবোর্ড প্রধান কার্যালয়ে প্রেরণ করা ।
৫। বিদেশ হতে কাঁচামাল (সুতা, রং ওরাসায়নিক ইত্যাদি) আমাদানি করার ক্ষেত্রে প্রাথমিক তাতী সমিতি ওয়ারী আমদানী লাইসেন্স পাওয়ার জন্য সুপারিশ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস